Breaking
27 Dec 2024, Fri

ঝাড়গ্রামে শবর পাড়ায় রাখি বন্ধন উৎসব পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেবা’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের কাটাবাড়ি এলাকার শবর পাড়ায় রাখি বন্ধন উৎসব পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেবা’। এদিন ‘সেবা’র সদস্যরা সেখানে গিয়ে শবর মানুষজনের হাতে রাখি পরিয়ে মিষ্টি বিতরণ করে। সংস্থার অন্যতম সদস্য তন্ময় সিংহ বলেন,’প্রতি বছরের মত এবছরেও রাখি বন্ধন এবং পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে শবর পাড়ায়।’

Developed by