Breaking
25 Dec 2024, Wed

১৫ অগস্টই কেন পালিত হয় স্বাধীনতা দিবস? ফিরে দেখা ইতিহাস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ৭২ বছরে পড়ছে দেশের স্বাধীনতা। মহা ধুমধাম করে স্বাধীনতা দিবস পালনের তোরজোর চলছে দেশজুড়ে। দোকানে দোকানে তেরঙা পতাকা, টুপি, পোশাকে ছেয়ে গিয়েছে। দিল্লি থেকে শুরু করে রাজ্যে রাজ্যে চলছে এই বিশেষ দিন পালনের মহড়া। ভারতের ইতিহাসে এই ১৫ অগস্ট দিনটির গুরুত্ব অপরিসীম। কেন এই দিনটিতেই পালিত হয় স্বাধীনতা দিবস? একবার উলটে দেখে নেব ইতিহাসের পাতাগুলি।
১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর ১৫ অগস্ট তারিখটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতার ঠিক পূর্ব-মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্রের জন্ম ঘটে। ১৯৪৭ সালের ১৫ অগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকেই প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেন। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়।

প্রতি বছর ১৫ অগস্ট দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানটি জাতীয় চ্যানেল দূরদর্শনের সাহায্যে সারা দেশে সম্প্রচারিত হয়। রাজ্য রাজধানীগুলিতেও পতাকা উত্তোলন-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অন্যান্য শহরে রাজনৈতিক নেতৃবর্গ নিজ নিজ কেন্দ্রে পতাকা উত্তোলন করেন। নানা বেসরকারি সংস্থাও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। স্কুল-কলেজেও তেরঙা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছোটো ছোটো ছেলেমেয়েরা এই উপলক্ষে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের সাজপোশাক পরে শোভাযাত্রা করে।
ভারতে ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালিত হলেও পাকিস্তানে ১৪ অগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস। অথচ ভারত স্বাধীনতা আইন অনুযায়ী একটিই দিন থাকার কথা ছিল। কেন ১৫ অগস্টই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়? দিনটি নির্বাচনে আছে নানা গল্প। আর সেই সব গল্পের অন্যতম নায়ক ব্রিটিশ ভারতের শেষ বড়লাট লর্ড মাউন্টব্যাটেন।

Developed by