Breaking
25 Dec 2024, Wed

শঙ্খ বাজিয়ে রাত বারোটায় ৭৩ তম স্বাধীনতা দিবসকে স্বাগতম জানালেন গোপীবল্লভপুরের যুবকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঘড়িতে রাত বারোটা বাজতেই ৭৩ তম স্বাধীনতা দিবসকে স্বাগতম জানালেন গোপীবল্লভপুরে যুবকরা। সে উপলক্ষে গোপীবল্লভপুরের মন্দির রোড এলাকায় যুবকরা মশাল হাতে নিয়ে শঙ্খ বাজিয়ে স্বাগতম জানালেন। ওই ভাবেই পুরো বাজার এলাকা পরিক্রমা করে।এলাকার নেতাজী স্মৃতি সংঘের সদস্যরা আগে এই প্রথা চালু করে ছিলেন। তাদের আদর্শেই আধুনিকতার দিনেও রীতি নিয়ম এখনও সেই প্রথা বিরাজমান।

Developed by