Breaking
26 Dec 2024, Thu

Radio milan 90.4 FM এর উদ্যোগে রাখি বন্ধন ও গাছ লাগানো হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার সকালে Radio milan 90.4 FM এর উদ্যোগে রাখি বন্ধন ও গাছ লাগানো হল। এদিন অনুষ্ঠানে তরুণ তীর্থ পপ্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। এছাড়াও রেডিও মিলনের কর্তা-ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপারের হাতে রাখিও পরিয়ে দেন আরজেরা।

Developed by