Breaking
26 Dec 2024, Thu

রেশনের মাল তুলতে গিয়ে চালের গোডাউনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রেশন ডিলার।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: রেশনের মাল তুলতে গিয়ে চালের গোডাউনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রেশন ডিলার। মৃত রেশন ডিলারের নাম গদাধর সেনাপতি (৭২)। তাঁর বাড়ি গোপীবল্লভপুর ২নং ব্লকের কুলিয়ানা অঞ্চলের মাটিয়াল গ্রামে। গ্রামে তাঁর নিজের বাড়িতেই রেশন দোকান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ গোপীবল্লভপুরের ডিস্ট্রিবিউটার দিলীপ কুমার সাহু এর চালের গোডাউনে রেশনের মাল তুলতে গিয়েছিলেন ছেলে মানস সেনাপতির সঙ্গে গিয়েছিলেন গদাধরবাবু। সেখানে আধঘন্টা পর হঠাৎ শ্বাসকষ্ট হয় এবং মাটিতে পড়ে যান তিনি। তারপর তাঁকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। চিকিৎসক জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গিয়েছেন।

Developed by