Breaking
25 Dec 2024, Wed

মুরগী খাওয়ার সময় ঘাতক হায়নাকে পিটিয়ে মারল গ্রামবাসীরা।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: বুধবার দুপুরে ঘাতক হায়নাটিকে পিটিয়ে মারলে গ্রামবাসীরা। এদিন সকালে ধোবাধবিন গ্রামে এক বৃদ্ধাকে কামড়ে দেয় হায়নাটি। তারপর একাধিক গবাদি পশুকে জখম করে। তারপরই গ্রামজুড়ে হায়নার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সকাল থেকে একের পর এক গ্রাম জুড়ে দাপিয়ে বেড়ায় হায়নাটি। নকাট গ্রামে হায়নাটি ছোটাছুটি করতে শুরু করে। বাসিন্দারাও তাড়া করতে থাকেন। আতঙ্কে লাঠি, টাঙি, বল্লম নিয়ে গ্রামবাসীরা হায়নাকে তাড়া করেন। দুপুর বারোটা থেকে প্রায় দেড় ঘন্টা গ্রামে দাপিয়ে বেড়ায় হায়নাটি। এরপরে রবি মাহাতর উঠানে মুরগি খাওয়ার সময় হায়নাটিকে ঘায়েল করে মেরে ফেলেন গ্রামবাসীরা। খবর পেয়ে বনদপ্তর হায়নার মৃতদেহ উদ্ধার করেছে।

Developed by