Breaking
25 Dec 2024, Wed

দুর্গাপুজোর দামামা বাজল ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: দুর্গাপুজোর দামামা বাজল ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায়। এদিন বিকালে খুঁটি পুজোর মাধ্যমে পুজোর দামামা বাজে। পুরাতন ঝাড়গ্রাম আরএমএস মাঠে খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির উদ্যোক্তারা। পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবার ৮৯ তম বর্ষে পা দিল। এবার পুজোর থিম ‘জলই জীবন’। মণ্ডপ তৈরির দায়িত্বে রয়েছে বিশিষ্ট শিল্পী তপন মাহালি। খুঁটি পুজোর পর এদিন আরএমএস মাঠ প্রাঙ্গণে রাখী বন্ধন পালিত হয়। পুজো কমিটির উদ্যোক্তারা নিজের হাতে তৈরি করা রাখী মানুষজনের হাতে পরিয়ে দেন।
পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন দুর্গা পুজো কমিটির সম্পাদক অরণ্য হাজরা বলেন, জলের অপচয় বন্ধ করা ও জলের ভূমিকা যে মানুষের জীবনে যে অপরিহার্য তা এবার পুজোর মাধ্যমে বার্তা দেওয়া হবে।

Developed by