Breaking
24 Dec 2024, Tue

তপসিয়ার কন্যাশ্রী মঞ্চে পালিত হল কন্যাশ্রী দিবস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়ার কন্যাশ্রী মঞ্চে পালিত হল কন্যাশ্রী দিবস। অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপীবল্লভপুরে বিধায়ক চূড়ামনি মাহাতো। উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া ব্লকের যুগ্ম বিডিও তথাগত সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং, সহ-সভাপতি কালীপদ সুর।

Developed by