Breaking
25 Dec 2024, Wed

ট্রেনিং এর পর রান্নায় উন্নতি, আমলাচটি আইসিডিএস সেন্টারে পুষ্টিযুক্ত খাবার খাচ্ছে শিশুরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কিছু দিন আগে ঝাড়গ্রাম ব্লকের আইসিডিএস এর ট্রেনিং দেওয়া হয়েছিল । তারপর প্ৰথম আজ তাঁরা রান্না করেন। তাতে লক্ষ্য করা যায় খাবারের রান্নায় অনেক উন্নতি হয়েছে। ঝাড়গ্রাম ব্লকের শালবনি গ্রাম পঞ্চায়েতের আমলাচটি আইসিডিএস সেন্টারে সেই দৃশ্য দেখা গেল।

Developed by