ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হঠাৎই ধস নামলো বড়ামারা ব্রীজের পাশে বাইপাস রোডে। যান চলাচল বন্ধ লোধাশুলি থেকে রগড়া পর্যন্ত। যার জেরে বেলিয়াবেড়া, মহাপাল, রগড়া যাওয়ার রাস্তায় মানুষজন একেবারে যেতে পারছেন না। কিছু দিন আগে ডুলুং নদীর উপর বড়ামারা ব্রীজটি ভেঙে গিয়েছিল। তারপর থেকে নিচ দিয়ে বাইপাস রাস্তা তৈরি করেছিল প্রশাসন। এখন একেবারে রাস্তা বন্ধ হওয়ায় চিন্তায় সাধারণ মানুষজন।