Breaking
24 Dec 2024, Tue

বৌভাতে চারাগাছ আমন্ত্রিতদের হাতে তুলে দিলেন নব দম্পতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গোপীবল্লভপুর ২ ব্লকের চোরচিতা গ্রামের পূর্ণেন্দুবিকাশ দত্ত পাশের গোপীবল্লভপুরের ধর্মপুর গ্রামের মানসী রানাকে বিয়ে
করেন গতকাল চিলকিগড় মন্দিরে। সমাজসেবী পূর্ণেন্দু
আর স্ত্রী মানসী স্থানীয় সারিয়া হাইস্কুলে ভূগোল বিষয়ের অতিথি শিক্ষিকা। দুজনের চার হাত এক করেছে পরিবেশ। নবদম্পতি পূর্ণেন্দু ও মানসী বৌভাতে অতিথিদের হাতে চারা গাছ তুলে দিতে পেরে খুশি। পূর্ণেন্দু বলেন,’আমি বাড়িতে সেগুন, মেহগিনী, গামার প্রভৃতি প্রায় এক হাজার চারাগাছ তৈরি করেছিলাম। সেগুলি আজ তুলে দিলাম সকলের হাতে।’ বধূ মানসী বলেন,’ভূগর্ভস্থ জল যেমন ধীরে ধীরে কমে যাচ্ছে তেমনি উল্টো দিকে বন্যার সৃষ্টি হচ্ছে। আগামী দিনে আমাদের রাজ্যকেও তা গ্রাস করবে। অন্তত নতুন প্রজন্মকে বার্তা দেওয়া তাঁরা এগিয়ে আসুক গাছ লাগানোর কাজে। আজ জীবনের সবচেয়ে বড় উপহার স্বামীর কাছ থেকে পেলাম এতগুলো গাছ, যেগুলো মানুষের হাতে তুলে দিতে পারলাম।’ আর এই উদ্যোগে খুশি আমন্ত্রিত সমস্ত মানুষজনও।

Developed by