Breaking
24 Dec 2024, Tue

বৃষ্টিকে উপেক্ষা করেই ঝাড়গ্রামের পথে নামছেন শিক্ষক-শিক্ষিকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: পে রিভিশনের দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের পথে নামছে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের অরাজনৈতিক সংগঠন উস্থি। মঙ্গলবার সকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করেই ঝাড়গ্রাম জেলার ১৮টি চক্রের শিক্ষিক-শিক্ষকার পথে নামবেন। শহরের রবীন্দ্র পার্ক থেকে মিছিল করে সুভাষ পার্ক হয়ে স্টেশন চত্বর হয়ে কদমকানন জেলা বিদ্যালয় পরির্দশকের অফিস পর্যন্ত যাবে মিছিলটি। মিছিলে থাকবেন উস্থির রাজ্য কমিটির সদস্য যতীন শুক্লা, দেবাশিষ দাস, অনন্ত পাত্র ও সায়ন মিত্র। উস্থির দাবি, পে রিভিশন করে সবার বেসিক পে কে নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুন করে নতুন বেসিক নির্ধারণ করতে হবে। এছাড়াও এনআইওএস থেকে দু’বছর ও ছয় মাস ডিএলএড কোর্সের প্রশিক্ষিত শিক্ষকদের ‘এ’-ক্যাটাগেরির আওতায় আনতে হবে। সম্প্রতি, উস্থির অনশন ও আন্দোলনের জেরে বেতন বাড়ানো হয়েছে প্রাথমিক শিক্ষকদের। শিক্ষকদের নতুন বেসকি পে ৭১০০-৩৬০০ টাকা ঘোষনা করা হয়েছে। কিন্তু কিভাবে শিক্ষকদের বেতন কষা হবে তা নিয়ে নির্দিষ্ট তথ্য জারি করে নি অর্থদপ্তর। এক্ষেত্রে শিক্ষকদের গ্রেড পে ৩৬০০ টাকা বাড়ানো হলে শিক্ষক-শিক্ষিকাদের সামান্য বেতন বাড়বে। যারফলে শিক্ষক-শিক্ষিকরা বঞ্চিত হবেন বলে দাবি শিক্ষক সংগঠনের।

Developed by