Breaking
25 Dec 2024, Wed

১৮৭ কিলোমিটার বেগে আছড়ে পড়ল টাইফুন লেকিমা, মৃত ৪৪, তছনছ এলাকা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সকতর্কতা ছিলই ৷ আর সেইমতো ভয়ঙ্কর রূপ ধারণ করে আছড়ে পড়ল টাইফুন লেকিমা ৷ তার জেরে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।১৮৭ কিলোমিটার বেগে বিধ্বংসী এই ঝড় চারখার করে দিয়েছেন চিনের বিস্তীর্ণ অঞ্চলকে। এই টাইফুনের জেরে বিধ্বস্ত ট্রেন ও বিমান পরিষেবা।

দিন তিনেক ধরে সমুদ্রের বুকে তাণ্ডব চালাচ্ছে লেকিমা। অবশেষে রবিবার আছড়ে পড়েছে চিনের বুকে। আগে থেকেই চিনের সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল। নেওয়া হয়েছিল সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা। তবুও প্রাণহানি এড়াতে পারা গেল না।রবিবার টাইফুন লেকিমা আছড়ে পড়েছিল ঝেডিয়াং উপকূলে। তারপর ভূ-খণ্ডে ঢুকে তছনছ করে দেয় এলাকা। জরুরি পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। এতটাই বেশি ছিল ঝড়ের প্রকোপ যে, মৃত্যু এড়ানো সম্ভব হয়নি। অনেকে নিখোঁজ হয়ে যায়।

Developed by