Breaking
25 Dec 2024, Wed

মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিন ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত ৬ বছরের রোহিতের জন্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রোহিত ত্রিপাঠী। বয়স মাত্র ৬ বছর। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত ধেঁড়ুয়া গ্রামে। পিন-৭২১১০২। বাবা দেবনাথ ত্রিপাঠী। তিনি বেসরকারি একটি সংস্থায় নূন্যতম মজুরিতে কাজ করেন। হঠাৎ ৬ বছরের ছেলের ব্ল্যাড ক্যানসার ধরা পড়ায় মাথায় হাত পড়েছে। কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসক দেখিয়েছেন। যা সহায় সম্বল ছিল তা প্রায় শেষের পথে। চিকিৎসকরা জানিয়েছেন, এক বছরে চিকিৎসার খরচ পড়বে ৮ লাখ টাকা। স্থানীয় যুবকরা এগিয়ে এসে সাধারণ মানুষজনের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাতে প্রায় ১ লাখ টাকা মত জোগাড় হওয়ার সম্ভাবনা হলেও বাকি এত টাকা কোথায় পাবেন রোহিতের পরিবার তা নিয়ে চিন্তায় এলাকার সকলে। আপনিও মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাঁর বাবার মোবাইল নম্বরটি হল ৯৮৭৪২৪০৫৯৫।

Developed by