Breaking
26 Dec 2024, Thu

বেলাটিকরিতে ধান চারা রোপণ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড় ব্লকের বেলাটিকরি এলাকার ঝাঁটিবনি গ্রামে ধান চারা লাগাতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় ফুলমণি মাণ্ডির। জমিতে আচমকা বাজ পড়লে লুটিয়ে পড়েন ফুলমণি সহ আরও দুই মহিলা। তিনজনকে নিয়ে এলে ফুলমণিকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আর দু’জন গুরুতর জখম অবস্থায় ভর্তি আছেন ঝাড়গ্রামে।

Developed by