ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: আগামী ৪৮ ঘণ্টা ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফের নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। নিম্নচাপের পাশপাশি এ রাজ্যের উপরে মৌসুমী অক্ষরেখাও অবস্থান করছে। এই দুয়ের প্রভাবে কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার জেলার সর্বত্র বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি চলবে। ঝাড়গ্রাম ছাড়া পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, দুই মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় এ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।