Breaking
26 Dec 2024, Thu

ছুটির দিনেও ছুটি নয়, প্রত্যন্ত এলাকায় পরিদর্শণ করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার ছুটির দিন। অথবা অন্য কোন ছুটির দিন। তাঁর অবশ্য ছুটি নয়। ছুটির দিনেই নাকি বেশি পরিদর্শণ করা যায় প্রত্যন্ত এলাকা গুলি। এমনটাই জানিয়েছেন জেলাশাসক আয়েশা রানি এ। গত রবিবার বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকা শিমূলপাল, বাঁশপাহাড়ি এবারে লালগড়ের শবর পল্লিতে গুলিতে পরিদর্শণ করতে গিয়েছিলেন তিনি। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘অফিসের দিনে অফিসের নানা কাজের চাপ থাকে যার ফলে প্রত্যন্ত এলাকায় গিয়ে ঠিক মত সময় দেওয়া যায় না। তাই ছুটির দিন প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের নানা সুবিধা-অসুবিধার কথা গুলো ভালো করে জানা যায়। সেই মত ব্যবস্থা নেওয়া যায়।’

Developed by