Breaking
25 Dec 2024, Wed

রাস্তার পাশে বেআইনি ভাবে বালি মজুত মানিকপাড়ার চুবকায়, ক্ষোভ বাসিন্দাদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাস্তার পাশে বেআইনি ভাবে বালি মজুত মানিকপাড়ার চুবকায়। যার জেরে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বালি জমা করার ক্ষেত্রে সরকারি বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। শুধুমাত্র বৈধ বালি ঘাটের ও ইজারাদারদের আইন-কানুন মেনে ঘাট থেকে ১ কিলোমিটার দূরত্বের মধ্যে বালি জমা করার অনুমতি পান। তবে কোন খাস জমিতে সেই বালি জমা করার অনুমতি দেওয়া হয় না। জাতীয় বা রাজ্য সড়কের ১০০ মিটারের মধ্যে। কোনওভাবেই বালি জমা করা বেআইনি। তাছাড়া মজুত বালির উচ্চতার ক্ষেত্রে রয়েছে বিধি নিষেধ। কিন্তু, এই সমস্ত নিয়মের তোয়াক্কা না করেই সড়কের পাশে এভাবে বালি জমা করা হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

Developed by