ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বাইকের স্পিড। সেই বাইকের চালকের আসনে বেশিরভাগ ক্ষেত্রে যুবকরা। যদিও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বেশিরভাগ ক্ষেত্রেই ওই সব যুবকরা নেশাগ্রস্ত থাকে। যার ফলে রাতের শহরের দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। এমনকি ওই সময় কোন ট্রাফিক বা পুলিশ তেমন রাস্তায় না থাকায় সেই সুযোগকে কাজে লাগায়। মঙ্গলবার রাত দশটা নাগাদ এমনই দুর্ঘটনা শিকার হলেন এক শিক্ষক। দ্রুত গতিতে আসা এক বাইক আরোহী ঝাড়গ্রাম একলব্য স্কুলের কম্পিউটার শিক্ষক অভিজিৎবাবুকে ধাক্কা মারেন। তাঁর স্কুটি গাড়ির সামনের অংশ পুরো ভেঙে গিয়েছে। এর ফলে বাসিন্দারা জেলা শহরে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন।