Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রামের নিখোঁজ গৃহবধূর সন্ধান দিলেন চন্দ্রিকা ভট্টাচার্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার সকাল সাড়ে দশটা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকার গৃহবধূ রূপালী চ্যাটার্জি। তিনি শহরের প্রভাতী এপার্টমেন্টের কাছে থাকতেন। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করার পরও সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ওই গৃহবধূর ছবি এবং ফোন নম্বর সহ ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে শেয়ার করেন সন্ধানের জন্য। শনিবার বিকেলে তাঁর সন্ধান পাওয়া গেল জামশেদপুরে | গৃহবধূটিকে দেখতে পান ঝাড়গ্রামের এক গৃহবধূ চন্দ্রিমা ভট্টাচার্য| তিনি জামশেদপুর গিয়েছিলেন ব্যক্তিগত কাজে | তিনি তাঁর ফেসবুকে তার এক বান্ধবীর দেওয়া পোস্ট দেখতে পান । নিখোঁজ গৃহবধূ রূপালী চ্যাটার্জিকে বাড়ি ফিরিয়ে এনে চন্দ্রিকা ভট্টাচার্য বলেন,‘আমি দেখি জামশেদপুর স্টেশনে ওই মহিলাকে। তখন ফেসবুকে ফের ওইছবিটি একবার দেখি। পুরো মিল হওয়ায় তাঁকে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারি তিনি ঝাড়গ্রামের বাসিন্দা। তিনি ঝাড়গ্রামের দোকানে মিষ্টি কিনতে এসে এখানে কি করে এসেছেন নিজেই বলতে পারছেন না। তখন ওর পরিবারের সঙ্গে কথা বলে ঝাড়গ্রামে ফেরত নিয়ে আসি। আমরা একটু সচেতন হলেই এরকম সামাজিক কাজ গুলো করতে পারি।’ একাজ করতে পেরে নিজেও তৃপ্তিবোধ করেন চন্দ্রিকা ভট্টাচার্য।

Developed by