Breaking
24 Dec 2024, Tue

সুকুমার হাঁসদার প্রাক্তন আপ্ত-সহায়ক দশরথ হেমব্রমকে ডেকে পাঠালেন মন্ত্রী তথা জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার ঝাড়গ্রাম জেলার নেতাদের নিয়ে ঝাড়গ্রাম ফরেস্ট রেঞ্জ অফিস হলে রুদ্ধদ্বার বৈঠক করেন পরিবহন মন্ত্রী তথা জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারি। মন্ত্রী শুভেন্দু অধিকারি দূরত্ব না রেখে বিভেদ ঘুচিয়ে একসঙ্গে সম্বন্বয় রেখে কাজ করার কথা বলেন। এদিন বৈঠক চলাকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদার আপ্ত-সহায়ক দশরথ হেমব্রমকে ডেকে পাঠান মন্ত্রী। তাঁকে দলের মূল সংগঠনের হয়ে কাজ করার কথা বলেন তিনি। এছাড়াও লালগড় ব্লকে পুরানোদের ফিরিয়ে আনার কথা বলেন। এদিনের বৈঠকে ঝাড়গ্রাম জেলার তৃণমূলের সভাপতি বীরবাহা সোরেন টুডু, পশ্চিম মেদিনীপুরের নেতা নির্মল ঘোষ, জেলার বিধায়ক সহ কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Developed by