Breaking
24 Dec 2024, Tue

মেদিনীপুর শহরে প্রকাশ্য দিবালোকে দুস্কৃতিরা চালাল গুলি,গুলিবিদ্ধ এক যুবক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে বাজারে দাঁড়িয়ে থাকা যুবকের মাথা লক্ষ করে গুলি করেই বাইকে করে পালিয়েছে দুজন ৷ বিকাল ৪টা ১০ নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের পাশে ধর্মা চক এলাকাতে ৷ মাথায় গুলি লেগে আশঙ্কাজনক থাকা যুবককে স্থানীয়রাই উদ্ধার করে ভর্তি করেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ ঘটনার পরই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ৷ স্থানীয় প্রত্যক্ষদর্শী এক যুবক সোমনাথ কর্মকার বলেন- রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যুবক রাজা মজুমদারের সঙ্গে কথা বলার জন্য দুই যুবক এসেছিল ৷রাস্তার পাশে বাইক রেখে রাজা-র সঙ্গে তর্ক করছিল দুজনে ৷ কথা বলার মাঝেই পকেট থেকে পিস্তল বের করে রাজার মাথাতে ঠেকিয়ে গুলি করে তারা ৷ এরপরে বাইক নিয়ে চম্পট দেয় ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে আহত যুবক রাজা মজুমদার মেদিনীপুর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা ৷ সে ইঁট বালি সরবরাহের ব্যবসা করত ৷ পুলিশ দুষ্কৃতিদের খোঁজ করছে ৷

Developed by