ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আবারও ভূমিকম্প অনুভূত হল পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় । শনিবার ঠিক বিকেল ৪:৩৩ টা নাগাদ এই কম্পন অনুভূত হয়। যদিও ভূমিকম্পের সময়কাল খুবই কম ছিল। তবে তীব্রতা ছিল যথেষ্ট। সাময়িক ঘটে যাওয়া এই তীব্রতায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন । আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন অনেকেই। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। হাওড়া, হুগলী, ঘাটাল, খড়্গপুর, গোয়ালতোড়, শালবনী, গড়বেতা, বেলদা, দাঁতন, চন্দ্রকোনারোড, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, মেচেদা, ডেবরা, বালিচক প্রভৃতি স্থানে কম্পন অনুভব করেন এলাকাবাসী। তবে এদিনের কম্পনের মাত্রা কত ছিল, উৎসস্থল কোথায়, ক্ষয়ক্ষতিই বা কতটা হল, এসব সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ বিশেষজ্ঞদের একেবারে প্রাথমিক অনুমান, উত্তর ভারতের কোনও অঞ্চল কম্পনের কেন্দ্র৷ যার প্রভাবে কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তও৷ এর আগে ২০১৫ সালে ভূমিকম্পের সাক্ষী থেকেছে কলকাতা৷ তবে সেবার কম্পন আরও বেশিক্ষণ স্থায়ী ছিল৷