Breaking
24 Dec 2024, Tue

শনিবার সকাল থেকে নিখোঁজ ঝাড়গ্রাম শহরের গৃহবধূ, সন্ধান পেলে জানান ফোন নম্বরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার সকাল সাড়ে দশটা থেকে নিখোঁজ রয়েছেন ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকার এক গৃহবধূ। তাঁর নাম রূপালী চ্যাটার্জি। তিনি শহরের প্রভাতী এপার্টমেন্টের কাছে থাকতেন। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করেও এখনও পর্যন্ত কোন সন্ধান পাননি। গৃহবধূটিকে কেউ দেখতে পেলে নিচের ফোন নম্বরে জানাবেন পরিবারকে। 9800050125, 9932277614,8617086930.

Developed by