Breaking
23 Dec 2024, Mon

ঝাড়খন্ড আন্দোলনের লড়াকু নেতা বিনোদবিহারী মাহাতোর মূর্তি ভাঙার প্রতিবাদে ঝাড়গ্রাম শহরের ধিক্কার ও প্রতিবাদ মিছিল করল আদিবাসী কুড়মি সমাজ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়খন্ড আন্দোলনের লড়াকু নেতা বিনোদবিহারী মাহাতোর মূর্তি ভাঙার প্রতিবাদে ঝাড়গ্রাম শহরের ধিক্কার ও প্রতিবাদ মিছিল করল আদিবাসী কুড়মি সমাজ। এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ হিন্দু মিশন মাঠ থেকে ধিক্কার মিছিল বের হয়। ওই মিছিল শহর পরিক্রমা করে সুভাষ পার্কের কাছে বিক্ষোভ ও সমাবেশ করে তা শেষ হয়। আদিবাসী কুড়মি সমাজের রাজ্য সভাপতি মনোরঞ্জন মাহাতো বলেন,’ওই ঘটনায় যারা জড়িত সে সব দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। ঝাড়খণ্ডের এই ঘটনায় আমরাও পশ্চিমবঙ্গ থেকে আন্দোলন জারি রাখব।’

Developed by