Breaking
23 Dec 2024, Mon

পুলিশ সেবা পদক ও মুখ্যমন্ত্রীর বিশেষ পদক ফেরত দিলেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া পুলিশ সেবা পদক এবং মুখ্যমন্ত্রীর দেওয়া বিশেষ পদক ফেরত দিয়েছেন বলে দাবি করেছেন ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। তিনি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা মিলে টানা ৪ বছর জঙ্গলমহলে পুলিশের দায়িত্ব সামলেছেন। বুধবার তাঁর দাসপুরের বাড়িতে এক বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,’যে সরকার আমার কাজের সুনাম করে। আবার সেই অফিসারকে দিয়ে অন্যায় কাজ করাতে চাই তখন সেই অফিসার তা না করতে চাইলে তার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়ে তাকেই আবার হেনস্থা করা হয়। এই দ্বিচারিতা চলতে পারে না।’
কোন অফিসার যাঁর আত্মসম্মান বোধ আছে তাঁর এই রাজ্য সরকারের কাছ থেকে কোনো পদক নেওয়া উচিত নয় বলে তিনি মনে করেন। রাজ্যে সিভিল সার্ভিসে কাজ করা পদস্ত আমলাদের বার্তা দিয়ে ভারতী বলেন,’যাঁরা আধিকারিকদের সম্মান জানাতে জানে না। যাঁদের মানসিকতা নিচু মানের সেই রাজ্য সরকারের কাছে কিছুই আশা করা উচিত নয়।’

Developed by