ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিনপুরের সাতবাঁকি
গ্রামে তিনটি হাতি মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি চেয়ে ঝাড়গ্রামে এসে বিক্ষোভ দেখাল বন ও বিদ্যুৎ দপ্তরের সামনে। মঙ্গলবার বিকেলে গ্রামবাসীরা গাড়িতে করে মাইক বেঁধে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানায়। গ্রামের মানুষের সাথে যোগ দিয়েছিলেন ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগ নামে এক সংগঠন। বনদপ্তর ডিএফও এবং বিদ্যুৎদপ্তরে wbsedcl এসে বিদুৎপৃষ্ঠ হয়ে তিনটি হাতির কেন মৃত্যু হল তার
জবাব চাইতে। একই সাথে দোষীদের উপযুক্ত শাস্তি ও অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তারও দাবি জানিয়েছেন।