Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলায় ২ অগাস্ট থেকে শুরু হচ্ছে ‘দিদিকে বলো’ তৃণমূলের জনসংযোগ যাত্রা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় ২ অগাস্ট থেকে শুরু হচ্ছে ‘দিদিকে বলো’ তৃণমূলের জনসংযোগ যাত্রা। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে একথায় জানালেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন টুডু। তিনি বলেন,’ইতিমধ্যে জেলার বিধায়কদের নির্দেশ দিয়েছেন দলনেত্রী। এছাড়াও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্বের রূপরেখা খুবই শীঘ্রই চলে আসবে। সেই অনুযায়ী আগামী ১০০ দিনে এই কর্মসূচি জারি থাকবে। এর ফলে সাধারণ মানুষের নানা অসুবিধা যেমন আমরা বুঝতে পারব তেমন মত তা সমাধানের চেষ্টা করা হবে। আমরা যা পারব না তা উচ্চ নেতৃত্বকে জানাব। আর সর্বোপরি সাধারণ মানুষ সরাসরি দিদির সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।’

Developed by