Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গাম জেলা হাসপাতাল চত্বর পরিষ্কার করল ‘সন্ত নিরণকারি চ্যারিটেবল ফাউন্ডেশন’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার ঝাড়গাম জেলা হাসপাতাল চত্বর পরিষ্কার করল ‘সন্ত নিরণকারি চ্যারিটেবল ফাউন্ডেশন’। এদিন ওই সংস্থার উদ্যোগে ঝাড়গাম জেলা হাসপাতালের চত্বরের জঞ্জাল, আগাছা জঙ্গল পরিষ্কার ও আবর্জনা মুক্ত করা হয়। ওই স্বেচ্ছাসেবী সংস্থার প্রায় সাড়ে ৩০০ জন কর্মী তাঁরা আজ ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পরিষ্কার করেন। হাসপাতাল চত্বর পরিষ্কার করার অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবার।

Developed by