Breaking
23 Dec 2024, Mon

Man Vs Wild: ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলসের সঙ্গে নয়া অবতারে নমো

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ১৪ ফেব্রুয়ারি, ২০১৯৷ না, ভ্যালেনটাইন্স ডে’র হিসেবেই দিনটি আর চিহ্নিত নেই৷ বরং এই দিন ফিরিয়ে আনে সেই অভিশপ্ত পুলওয়ামা হামলার মর্মান্তিক স্মৃতি৷ ৪৯ জন সেনানীর রক্তের বিনিময়ে দেশজুড়ে প্রতিহিংসার আগুন জ্বালিয়েছিল পাক জঙ্গি বাহিনী৷ তার উপযুক্ত জবাবও পেয়েছে পাকিস্তান৷ আর সেই একই দিনে প্রকৃতিপ্রেমের বার্তা দিতে দেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানের জন্য শুটিংয়ে ব্যস্ত ছিলেন৷ এনিয়ে সেসময় বিস্তর বিতর্ক হয়েছিল৷

তবে সোমবার, বিশ্ব ব্যঘ্র দিবসে তাঁর সেদিনের শুটিংয়ের বিস্তারিত উদঘাটিত হল৷ বন্যপ্রাণ জগতে এমন গুরুত্বপূর্ণ দিনেই জানা গেল, নরেন্দ্র মোদি সেদিন ডিসকভারি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘Man Vs Wild’-এর জন্য জিম করবেট অরণ্য, যা ব্যঘ্র সংরক্ষণ প্রকল্প হিসেবে সুপরিচিত, সেখানে শুটিং করছিলেন৷ শুটিংয়ের জন্য ওই সময়ে জিম করবেটে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল৷ এবং আগামী ১২ আগস্ট রাত ন’টায় দেশের প্রধানমন্ত্রীকে দেখা যাবে একেবারে অন্য রূপে৷ ‘Man Vs Wild’ অনুষ্ঠানের সেই বিশেষ পর্বটি ওইদিনই দেখানো হবে টেলিভিশনে৷ সহ-সঞ্চালক হিসেবে থাকবেন অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় বিয়ার গ্রিলস৷

এই শুটিংয়ের অভিজ্ঞতা প্রকাশ করেছেন মোদি নিজে৷ তাঁর কথায়, ‘আমি দীর্ঘসময় ধরে প্রকৃতির মধ্যে থেকেছি৷ কখনও পাহাড়, কখনও জঙ্গলে৷ প্রকৃতির সঙ্গে আমি একাত্ম হয়ে গেছি৷ তাই যখন রাজনীতির বাইরে প্রকৃতি বিষয়ক এমন একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব এল, আমি আগ্রহী হয়ে উঠলাম৷’ এপ্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতের সামগ্রিক পরিবেশ সম্পর্কে বিশ্বকে জানানোর সুযোগ পেলাম৷ বোঝাতে পারলাম, এখানে বন্যপ্রাণ আর মানুষের সহাবস্থানের সুন্দর চিত্রটা৷ বেশ কিছুক্ষণ বিয়ার গ্রিলসের সঙ্গে সময় কাটিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা হল৷ ওর অফুরন্ত প্রাণশক্তি আর পবিত্রতা আমাকে মুগ্ধ করেছে৷’

সৌজন্যে:- সংবাদ প্রতিদিন

Developed by