ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- পশুপ্রেমীদের জন্য সুখবর। গোটা ভারতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2008 সালের ব্যাঘ্রসুমারি অনুযায়ী সুন্দরবনে ছিল 88টি বাঘ। 2014 সালের গণনা অনুযায়ী দেখা যায়, তা থেকে কমে মাত্র 76টি বাঘ রয়েছে সুন্দরবনে।
অন্যদিকে, ওই সালের ব্যাঘ্রসুমারি অনুযায়ী গোটা ভারতে ছিল 2026টি বাঘ। সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সোমবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার “আন্তর্জাতিক বাঘ দিবস” উপলক্ষ্যে তিনি জানান, 2018 সালের গণনা অনুযায়ী গোটা ভারতে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2967টি। রিপোর্ট অনুযায়ী গত 4 বছরে 33 শতাংশ বৃদ্ধি পেয়েছে বাঘের সংখ্যা।