Breaking
23 Dec 2024, Mon

লালগড়ের কাঁটাপাহাড়িতে বাস দুর্ঘটনা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুই বাসের মধ্যে রেষারেষি আর তারই ফাঁদে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে নয়নজুলিতে উলটে গেল। ঘটনাটি ঘটেছে সোমবার ঝাড়গ্রাম জেলার লালগড় ও রামগড়ের মাঝে দলিতপুরে। ঘটনাএ জেরে আহত হয়েছে একটি বাসের চালক সহ প্রায় ২০-২১ জন যাত্রী। তাদের চিকিৎসার জন্য স্থানীয় রামগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজন কে মেদিনীপুর স্থানান্তরিত করা হয়েছে।

Developed by