Breaking
24 Dec 2024, Tue

দেশের প্রথম বাঙালী রাষ্ট্রপতি এবার পেতে চলেছেন ‘ভারতরত্ন’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দেশের সবচেয়ে গুরুত্বপূর্ন্য পদের দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নিতে কোনদিনই পিছপা হন নি তিনি। এমনকি শেষের দিকে দেশের রাষ্ট্রপতির চেয়ারে বসেও নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন।তিনি প্রণব মুখোপাধ্যায়।এবার দেশের সর্বোচ্চ সম্মানও নিজের ঝুলিতে পুড়তে চলেছেন তিনি। জানা গিয়েছে, আগামী ৮ অগাস্ট প্রণব মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে ভারতরত্ন সম্মান। এমনটাই জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবন সূত্রে। গত জানুয়ারিতে প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্নের জন্য মনোনীত করে মোদী সরকার।দেশের কংগ্রেসি রাজনীতির অন্যতম প্রাণপুরুষ প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পদ আলোকিত করেছেন। বাদ গিয়েছে শুধু প্রধানমন্ত্রীর পদটি। ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের জুলাইয়ে শেষ হয় তাঁর কার্যকাল। তিনিই ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। দেশের ১৩তম রাষ্ট্রপতি হিসাবে কার্যকাল শেষের পর ভারতরত্নের জন্য মনোনীত হন প্রণববাবু। তাঁর সম্মানপ্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটে তিনি লেখেন, ‘সমসাময়িক কালে সেরা কূটনীতিক প্রণবাবু। দশকের পর দশক নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছেন তিনি।’রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, ৮ অগাস্ট সেখানেই এক অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের হাতে ভারতরত্ন তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Developed by