Breaking
24 Dec 2024, Tue

এবারেই প্রথম ২১ জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিলেন ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা, ফের গুরুত্ব বাড়ল জঙ্গলমহলের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
এবারেই প্রথম ২১ জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিলেন জঙ্গলমহল এলাকার ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা। এর আগে ২১ জুলাই হলেও সেখানে স্থান পায়নি জঙ্গলমহলের কোন বিধায়ক। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছানো শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কাছে ফের পাখির চোখ জঙ্গলমহল। কারণ এই এলাকায় যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা সকলে এক বাক্যে স্বীকার করেন। তবুও কেন লোকসভা ভোটে হার ? তাই এবার আরো গুরুত্ব বাড়ল জঙ্গলমহলের। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই তা পরিষ্কার।

Developed by