Breaking
1 Nov 2024, Fri

স্কুল ছাত্রকে মারধর, প্রতিবাদে পথ অবরোধ, গ্রেপ্তার দুই অভিযুক্ত।

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ: একাদশ শ্রেণির এক স্কুল ছাত্রকে বহিরাগতরা মারধর করায় বুধবার চিল্কিগড় ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের সামনে গিধনি-¬চিল্কিগড় রাস্তা অবরোধ করল ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। প্রায় এক ঘন্টা অবরোধের পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ উঠে। জখম ওই ছাত্রের নাম সঞ্জয় শীট। সঞ্জয়ের বাড়ি মুড়াকাটি গ্রামে। সে চিল্কিগড় ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের একাদশ শ্রেণির ছাত্র। ওই ঘটনায় পুলিস দুই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। মঙ্গলবার স্কুল চলাকালীন এক ছাত্রের গলায় ব্যাথা হয়। টিফিনের সময় রহিম দিগার নামে ওই ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে ওষুধ আনতে পাঠান। রহিমের সঙ্গে গিয়েছিল তাঁর সহপাঠী সঞ্জয় শীট। ওষুধ নিয়ে ফেরারা সময় স্কুল গেটের বাইরে তিনজন যুবক সঞ্জয়কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে সঞ্জয় অজ্ঞান হয়ে যায়। সঞ্জয় বর্তমানে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

Developed by