Breaking
24 Dec 2024, Tue

দারিদ্র্য মহান করেছে, মানবিকতার নজির গড়ে, কলেজ পড়ুয়াকে কুর্নিশ জানিয়েছেন সকলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দারিদ্র্য তাঁকে মহান করেছে। মানবিকতার নজির গড়ে কলেজ পড়ুয়াকে কুর্নিশ জানিয়েছেন সকলে। যে কোন জিনিস পথে যদি কুড়িয়ে পায় এবং বিশেষ করে মোবাইল। মোবাইলের সিম ফেলে দিয়ে নিজে আত্মসাৎ করে। কিন্তু ঝাড়গ্রাম শহরের মানবিকতার নজির করল ১৮ বছরের এক কলেজ পড়ুয়া যুবক। সকাল বেলায় রেশন তুলতে যাওয়ার সময় হঠাৎই সাততলা বিল্ডিং এর সামনে রাস্তার মধ্যে পড়ে একটি মোবাইল পড়ে থাকতে দেখে। হাতে তুলে নিয়ে পাশাপাশি লোকজনকে জিজ্ঞেস করে মোবাইলটি কার ? অনেকে ঠাট্টা করে বলে মোবাইলটি আমার কিন্তু মুখ দেখে বুঝতে পারে যে মোবাইলটি তাদের নয়। তারপর সে বাড়িতে গিয়ে বুঝতে পারে যে মোবাইলের আউটগোয়িং ও ইনকামিং কিছুই নেই। ডায়াল কল থেকে নম্বরে কল করে তারপরে নিজে গিয়ে সে মোবাইল মালিকের হাতে সেটি হাতে তুলে দেয়। ছাত্রটি সবং সজনীকান্ত মহাবিদ্যালয় ফার্স্ট ইয়ারের লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স এর পড়ুয়া। কলেজ পড়ুয়া রাজেন টুডু ঝাড়গ্রাম শহরে মায়ের সঙ্গে থাকেন। তাঁর মানবিকতাকে কুর্নিশ জানাচ্ছে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ।
ন টুডু

Developed by