Breaking
24 Dec 2024, Tue

আগের থেকেও এবারে বেশি লোক হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এবারের ২১ জুলাই অনুষ্ঠান নিয়ে সকলের কৌতূহল ছিল। সকলের মূল বক্তব্য ছিল একটাই, এবারে লোক কত জমায়েত হবে। তার উত্তর শহীদ সমাবেশে দিলেন খোদ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চ থেকে বললেন,’এবারে আগের থেকেও বেশি লোক হয়েছে। কেউ কেউ বলছে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, তাহলে এত লোক এলো কোথা থেকে। কারো কথায় কান দেবেন না। আপনারাই দলের সম্পদ। কেউ ডাকুক বা না ডাকুক আপনি নিজে চলে যাবেন দলের অনুষ্ঠানে। বুথ স্তরের কর্মীরা তৃণমূলের সম্পদ।’

Developed by