Breaking
25 Dec 2024, Wed

বিজেপি নেতা হিসেবে নয়, ব্যক্তিগত সফরে গিয়েছিলাম গোয়ায়, ফোন করে দাবি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশে প্রকাশিত হয়েছিল,”ভোট যুদ্ধে ‘জয়ের’ পর ঝাড়গ্রামের বিজেপি নেতারা ‘রিলাক্স মুডে’ গোয়ায়”। খবর প্রকাশের সাড়ে তিন ঘন্টা পর ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশে ফোন করে বিষয়টি নিয়ে আপত্তির কথা জানান একজন। ছবিতে থাকা একজন ফোন করে বলেন,’বিজেপি নেতা হিসেবে আমরা যায়নি। ব্যক্তিগত সফরে গিয়েছিলাম গোয়ায়। এখানে বিজেপি নেতা লেখা ঠিক হয়নি।’
উল্লেখ যে, এদিনই দুপুর তিনটে নাগাদ ঝাড়গ্রামের এক বিজেপি নেতা গোয়ায় ঘুরতে যাওয়ার নানা ছবি সোশ্যাল মিডিয়ায় নিজের ওয়ালে পোস্ট করেছিলেন। সেই ছবির পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ খবর প্রকাশ করেছিল।
বি: দ্র: ব্যক্তিগত সম্মানহানি করতে এই খবর প্রকাশ করা হয়নি। যেহেতু তাঁরাই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে খবর প্রকাশ হয়েছিল।
ছবি : সোশ্যাল মিডিয়ায় থেকে প্রাপ্ত।

Developed by