Breaking
25 Dec 2024, Wed

আস্তাপাড়া জুনিয়ার হাইস্কুলে বৃক্ষরোপন ও জল সচেতনতা বার্তা পড়ুয়াদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জামবনি ব্লকের আস্তাপাড়া জুনিয়ার হাইস্কুল। অরণ্য সপ্তাহ ও জল বাঁচানোর ডাক দিলেন পড়ুয়ারা। এদিন স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা মিলে বৃক্ষরোপন করেন । এছাড়াও আমাদের জীবনে জলের গুরুত্ব এবং সচেতনতা বিষয়ে সচেতনতা বার্তা দেন সকলের কাছে।

Developed by