Breaking
25 Dec 2024, Wed

দেখবে কে ? চিলকিগড় গ্রামীণ হাসপাতালের মেন গেটের সামনে হচ্ছে অবৈধ নির্মাণ!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এ যেন দেখেও না দেখার ভান। চোখে দেখলেও দেখছেন না কেউ। আর বলবেই কে ? দায় কার? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন দপ্তরের মধ্যে। তাই প্রতিবাদ নেই। আর সেই সুযোগেই রমরমিয়ে চলছে অবৈধ নির্মাণ। হাসপাতাল মানেই জরুরি বা মুমূর্ষু রোগীদের আনাগোনা। অনবরত যাওয়া আসা করে এম্বুলেন্স। আর সেই চিলকিগড় গ্রামীণ হাসপাতালের মেন গেটের সামনে হচ্ছে অবৈধ নির্মানের জেরে সংকুচিত হচ্ছে রাস্তা। অসুবিধার সম্মুখীন হবে এম্বুলেন্সের যাতায়াত এবং রোগীদের।

Developed by