Breaking
25 Dec 2024, Wed

ভেঙে পড়েছে বাড়ি, খোলা আকাশের নিচে চলছে বৈতা যশপুরের ৭৩ নং অঙ্গনওয়াড়ি সেন্টার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভেঙে পড়েছে বাড়ি। খোলা আকাশের নিচে চলছে বৈতা যশপুরের ৭৩ নং অঙ্গনওয়াড়ি সেন্টারটি। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি রুমটি। অভিযোগ বাসিন্দাদের। বাসিন্দারা জানিয়েছেন,’বার বার লিখিত অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি। একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্না।’

Developed by