Breaking
25 Dec 2024, Wed

বিনা বাধায় শুক্রবার দুপুরে নেতাই গ্রামে নিজের বাড়িতে ঢুকলেন জেলবন্দি সিপিএম নেতা রথীন দণ্ডপাট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিনা বাধায় শুক্রবার দুপুরে নেতাই গ্রামে নিজের বাড়িতে ঢুকলেন জেলবন্দি সিপিএম নেতা রথীন দণ্ডপাট। গাড়ি থেকে নামার পর আত্মীয়-প্রতিবেশিদের সঙ্গে হাসি খুশিতে কথা বলেন রথীন। গ্রামের কেউ এদিন বিক্ষোভ দেখায়নি। গ্রামের বাসিন্দাদের একাংশকে খুশি দেখায়। রথীনকে দেখতে এসেছিলেন নেতাই মামলার অন্যতম সাক্ষী দ্বারিকানাথ পন্ডা। রথীন দন্ডপাটের স্ত্রী ঝুমা দন্ডপাট, ছেলে সৌম্যদীপ,মেয়ে স্নেহা, শ্যালক সুশান্ত মণ্ডলরা এসেছিলেন। দুপুরে মেদিনীপুর সংশোধনাগার থেকে পুলিশের গাড়িতে করে রথীনকে নিয়ে আসা হয়। ঝাড়গ্রামের এসডিপিও, লালগড়ের বিডিও,লালগড় থানার আইসি,সিবিআই অফিসাররা। তালা খোলার চেষ্টা করা হলেও মরচে পড়ে যাওয়ায় তা ভাঙতে হয়।

Developed by