Breaking
24 Dec 2024, Tue

অবশেষে গ্রেপ্তার হাফিজ সঈদ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- অবশেষে ২৬/১১ মুম্বই হামলা সহ একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হাফিজ সঈদকে গ্রেপ্তার করতে বাধ্য হল পাকিস্তান। সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি লাহোর থেকে গুরানওয়ালা ফেরার পথে রাস্তায় তাকে আটকায় পাঞ্জাব প্রদেশের সন্ত্রাসদমন শাখা। পরে তাকে গ্রেপ্তার করা হয়। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আপাতত জেল হেফাজতে রয়েছে ওই কুখ্যাত জঙ্গি।সঈদকে নিয়ে আন্তর্জাতিক চাপ ধীরে ধীরে বাড়ছিল। তার উত্তাপ টের পাচ্ছিল পাকিস্তান। কিছুদিনের মধ্যেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমেরিকা সফরে যাওয়ার কথা। তার আগে পাক প্রশাসনের এই সক্রিয়তা ওই সফরকে কেন্দ্র করেই বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদকে গ্রেপ্তার করার দাবি দীর্ঘ দিন ধরে জানিয়ে আসছে ভারত। তার বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণও তুলে দেওয়া হয়েছে পড়শি দেশের প্রশাসনের হাতে। তবে কাজের কাজ হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চগুলিতে সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকা প্রশ্নের মুখে পড়ায় নড়েচড়ে বসে তারা। সঈদের বিরুদ্ধে এফআইআরও করা হয়।

Developed by