Breaking
25 Dec 2024, Wed

মুরগির মাংস, ডিম নিরামিষ ঘোষিত হোক ! দাবী গেরুয়া শিবিরের সাংসদ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মুরগির মাংস, ডিমকে নিরামিষ ঘোষণা করার জোরালো দাবি তুললেন গেরুয়া শিবির সাংসদ তথা শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আর শিবসেনার এই নেতার দাবি ঘিরেই এবার তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়া জুড়ে।

এদিন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংসদ সঞ্জয় রাউত বলেন, একবার তিনি গিয়েছিলেন নানদারবার এলাকার এক গ্রামে। সেখানে আদিবাসী মানুষরা এসে তাঁকে একটি খাবার পরিবেশন করেন। তিনি তারপরই জিজ্ঞাসা করেন এই খাবারটি কী? তাঁর জবাবে আদিবাসীরা জানান, সেটি ‘আয়ুর্বেদিক চিকেন’।

মূলত, ওই মুরগি গুলিকে এমনভাবে যত্ন করা হয়, যা খাওয়ার পর বিভিন্ন রকমের অসুখ সেরে যেতে বাধ্য। এরপরই তিনি দাবি করেন, যে কেন্দ্রীয় আয়ুর্বেদ, যোগা ও ন্যাচারোপ্যাথি মন্ত্রকের উচিত মুরগির মাংস আর ডিমকে নিরামিষ ঘোষণার বিষয়টি নিয়ে ভেবে দেখা। ‘কেন শুধু মুরগি,পাঁঠা নয় কেন?’ সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় রাউতের এই বক্তব্য ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়ে যায়।

অনেকেই প্রশ্ন করেন, কেন শুধু মুরগির মাংস আর ডিমের কথা বলছেন সঞ্জয়, কেন তিনি পাঁঠার মাংসকে এর আওতায় রাখছেন না ? ইন্টারনেট জুড়ে খিল্লি-ঠাট্টা! শিবসেনার সঞ্জয় রাউতের এমন বক্তব্য উঠে আসতেই নেটদুনিয়ার হাসির খোরাকে পরিনত হয়। সকলেই মজার ছলে বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকেন।

সৌজন্যে :- খাবরিয়া 24×7

Developed by