Breaking
26 Dec 2024, Thu

অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে গাছ লাগানো হল গোপীবল্লভপুর ২নং ব্লকের খাড়বান্ধী স্কুলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে গাছ লাগানো হল গোপীবল্লভপুর ২নং ব্লকের খাড়বান্ধী স্কুলে। স্কুলের ছাত্রাছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষকরাও। স্কুলের প্রধান শিক্ষক চঞ্চল পাল বলেন,’আজ প্রায় ৪০ থেকে ৫০ টি গাছ লাগিয়েছি।’ এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা স্কুলের শিক্ষক প্রণবকুমার মাহাত। বেলা সাড়ে ১২টা নাগাদ গাছ বাঁচানো সচেতনতা নিয়ে একটি পদযাত্রায় হয় খাড়বান্ধি গ্রামে। এদিন রাবার, মেহগনি, কৃষ্ণচূড়া প্রভৃতি গাছ লাগানো হয়েছে।

Developed by