Breaking
26 Dec 2024, Thu

নজরদারির অভাব, রাস্তায় উড়ছে আয়রনের ডাস্ট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : একেবারেই নজরদারির অভাব! বলছেন সাধারণ মানুষজন। দিনের বেলায় প্রকাশ্য রাস্তা দিয়ে যাচ্ছে আয়রন গুটি বোঝাই লরি। আর তা থেকে উড়ছে আয়রনের ডাস্ট। সেই ডাস্ট চোখে-মুখে ঢুকছে অবিরত। যা থেকে শরীরের মারাত্মক ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। রাজ্য সড়ক দিয়ে প্রকাশ্যেই এমনই যান চলাচলে নজরদারি চালাবে কে ? প্রশ্নটা তুলছেন আমজনতা।

Developed by