Breaking
27 Dec 2024, Fri

লালগড়ের ধানঘোরী থেকে আমাইনগর পর্যন্ত রাস্তায় জল-কাদা, নাজেহাল গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড়ের ধানঘোরী থেকে আমাইনগর পর্যন্ত রাস্তায় এক হাটু জল-কাদা। সামান্য বৃষ্টিতে নাজেহাল গ্রামবাসীরা। বাসিন্দাদের অভিযোগ,’বার বার গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের কাছে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যার ফলে মানুষজনকে ঘুরপথে যেতে হচ্ছে।’ সুরাহার আশায় দিন গুনছেন মানুষজন।

Developed by