ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :- সড়ক নিরাপত্তা আরও নিশ্চিত করতে এবং পথ দুর্ঘটনা এড়াতে এবার নিয়ন্ত্রণহীন বেপরোয়া যানচালকদের জন্য আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। একঝাঁক নতুন সংশোধনী এনে আজ মোটর ভেহিকেলস (সংশোধনী), ২০১৯ বিল লোকসভায় পেশ করা হয়েছে। বিলে প্রস্তাব করা হয়েছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রেও এখন থেকে অনেক কঠোর নিয়ম কার্যকর হবে। আধার কার্ড ছাড়া আর ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে ৫ হাজার টাকা জরিমানা, হেলমেট ছাড়া টু হুইলার চালালে ১ হাজার টাকা জরিমানা এবং তিনমাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে। এতদিন ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ছিল ২০ বছর। এবার সেটা কমিয়ে ১০ বছর করার কথা বলা হয়েছে সংশোধনী বিলে। ৫৫ বছর বয়সে এসে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা হলে তখন আবার ১০ বছরের মেয়াদে লাইসেন্স না দিয়ে ৫ বছর করা হোক বলে বিলে প্রস্তাব করা হয়েছে। অবশ্য এই বিল ষোড়শ লোকসভাতেও আনা হয়েছিল। কিন্তু রাজ্যসভায় পেশ না হওয়ায় সেই বিল খারিজ হয়ে যায় ষোড়শ লোকসভা সমাপ্ত হওয়ার সঙ্গেই। সপ্তদশ লোকসভায় আবার আজ বিলটি পেশ করেছেন সড়ক ও পরিকাঠামো মন্ত্রী নীতিন গাদকারি। আজ বিলটি পেশ করে গাদকারি বলেছেন, দেশের ৩০ শতাংশ ড্রাইভিং লাইসেন্সই জাল। এই নিয়ে একটি অসাধু চক্র কাজ করছে সর্বত্র। জানা যাচ্ছে, রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই এবার মোটর ভেহিকেলস দপ্তরগুলির দুর্নীতি প্রতিরোধে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। বিপজ্জনকভাবে গাড়ি চালানো হলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে। সবথেকে কঠোর মনোভাব দেখানো হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে। প্রস্তাব অনুযায়ী সেক্ষেত্রে জরিমানা ধার্য হবে ১০ হাজার টাকা। একইভাবে বিলে বলা হয়েছে যদি কোনও নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে কিংবা কোনও দুর্ঘটনা হয় তাহলে তার বিরুদ্ধে ছাড়াও তার অভিভাবকদের বিরুদ্ধেও মামলা রুজু করবে পুলিশ। ওই অভিভাবকদের প্রমাণ করতে হবে তাদের অজ্ঞাতসারেই ওই নাবালক গাড়ি চালিয়েছে। একইসঙ্গে গাড়ির রেজেস্ট্রেশনও বাতিল হয়ে যাবে। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো হলে ৫ হাজার টাকা জরিমানা ধার্য হবে বলে বিলে প্রস্তাব করা হয়েছে।ষোড়শ লোকসভায় একঝাঁক বিল পাশ হয়ে যাওয়ার পর সেগুলি রাজ্যসভায় পেশ করা হয়নি। যে বিল রাজ্যসভায় পেশ হয়ে যায় সেগুলি বাতিল হয়ে যায় না। কিন্তু শুধুমাত্র লোকসভায় পাশ হওয়া বিল লোকসভার মেয়াদ সমাপ্ত হওয়ার সঙ্গেই বাতিল হয়ে যায়। পরবর্তী লোকসভায় আবার সেই বিল নতুন করে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর আনতে হয়। সেইমতোই এই বিলও গত মাসে মন্ত্রিসভার বৈঠকে পুনরায় অনুমোদিত হয় এবং আজ পেশ করা হয়েছে। অ্যাপ ভিত্তিক ক্যাবের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়ে নিয়ম করে। সেই গাড়িগুলির চালকদের নিয়ন্ত্রণ করতেও কঠোর জরিমানার প্রস্তাব করা হয়েছে ওই বিলে।