Breaking
27 Dec 2024, Fri

ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম বদলে সাঁওতালি কবি সাধু রামচাঁদ মুর্মুর নাম রাখার প্রস্তাব জমা পড়ল নবান্নে ও বিকাশ ভবনে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ২০১৭ সালের ৪ এপ্রিল ঝাড়গ্রাম নতুন জেলা ঘোষনা হওয়ার দিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,‘নতুন জেলা ঝাড়গ্রাম একটা উপহার হিসেবে বিশ্ববিদ্যালয় পেতে পারে’। ওই বছরেই মুখ্যমন্ত্রী বিধানসভায় নতুন বিল এনে ২০১৭ সালেই ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট গঠন করেন। তার পরিকাঠামো গত কাজও চলছে। এবার সেই ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি তুললেন জঙ্গলমহলের তৃণমূলের আদিবাসী বিধায়করা। ঝাড়গ্রাম জেলার শিলদার কামারবান্ধি গ্রামে জন্ম সাঁওতালি কবি রামচাঁদ মুর্মুর। সাঁওতালি ভাষার জনপ্রিয় কবির নামেই ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় নাম রাখার লিখিত প্রস্তাব দিলেন তৃণমূলের জঙ্গলমহলের আদিবাসী বিধায়করা।
সূত্রের খবর, গত ১০ তারিখ বিধানসভায় রাজ্যের ‘ট্রাইবাল অ্যাডভাইসারি কমিটির’ বৈঠক হয়। সেখানে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম বদলের বিষয়টিও উত্থাপন হয়। জঙ্গলমহলের তৃণমূলের আদিবাসী বিধায়করা ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম খ্যাতানাম সাঁওতালি কবি ‘সাধু রামচাঁদ মুর্মুর’ নামে রাখার প্রস্তাব দেন। তাতে মুখ্যমন্ত্রীও সায় দিয়েছেন বলে বিধায়করা জানিয়েছেন।
তারপরেই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে লিখিত আবদেন করেছেন তৃণমূলের ছয় আদিবাসী বিধায়ক।

Developed by