Breaking
27 Dec 2024, Fri

ঝাড়গ্রাম শহরে মানবিকতার নজির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
ঝাড়গ্রাম শহরে মানবিকতার নজির । ড্রেনে পড়ে যাওয়া সদ্যোজাত পাখির বাচ্চা গুলোকে উদ্ধার করে তার মায়ের কাছেই ফিরিয়ে দিল ঝাড়গ্রাম শহরের যুবকরা । নিত্যদিনের মতই এদিন রবিবার সন্ধ্যার বেশ কয়েক জন যুবক বসে গল্প করছিলো নিজেদের আড্ডখানায় । হঠাৎই কিছু বাচ্চা পাখির কাতর হয়ে কান্নার শুনতে পান ওই যুবকরা । তার পরেই শুরু হয় খোঁজ । তারা দেখতে পাই যে কিছু ডাহুক পাখির বাচ্চা ড্রেনে পড়ে আছে ও পুরোপুরি জলে ভিজে গিয়েছে । অসহায় মা পাখিটি পাগলের মতো ইতস্তত উড়ে বেড়াচ্ছে চিৎকার করতে করতে । অবশেষে মশারির নেট দিয়ে ডাহুক পাখার বাচ্ছা গুলিকে উদ্ধার করে তারা । তারপর তারা পাখির বাচ্ছা গুলিকে তাদের নীড়ে পৌঁছে দেয় । জানাযায় , মোট পাঁচটি বাচ্ছা পাখি ছিলো । যেগুলির এখনও ঠিক মতো পূর্ণাঙ্গ রূপ পাইনি । ঝাড়গ্রামে শহরের এই যুবকদের কুর্নিশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকলেই ।

Developed by